সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল, নতুন গ্রাহকদের জন্য ৩৩ শতাংশ বৃদ্ধি

শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল, নতুন গ্রাহকদের জন্য ৩৩ শতাংশ বৃদ্ধি

শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল, নতুন গ্রাহকদের জন্য ৩৩ শতাংশ বৃদ্ধি
ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের আপত্তি সত্ত্বেও শিল্প খাতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। আজ ১৩ এপ্রিল থেকে নতুন মূল্যহার কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন শিল্প গ্রাহকদের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ টাকা, অর্থাৎ ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ক্যাপটিভ (নিজস্ব বিদ্যুৎকেন্দ্র) ব্যবহারের জন্য এই দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪২ টাকা।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, দেশের গ্যাসের ঘাটতি মেটাতে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে, যার উচ্চমূল্য মেটাতে পেট্রোবাংলা চাপে রয়েছে। যদিও এলএনজির কারণে ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব ও ভর্তুকির পরিমাণ স্পষ্ট করেনি কমিশন।

পুরনো শিল্প গ্রাহকরা তাদের নির্ধারিত লোডের বাইরে অতিরিক্ত গ্যাস ব্যবহার করলে বাড়তি দাম পরিশোধ করতে হবে। আর নতুন গ্রাহকদের ক্ষেত্রে ১৩ এপ্রিলের পর চাহিদাপত্র ইস্যু হলে পুরো ব্যবহারে নতুন হার প্রযোজ্য হবে।

কমিশন জানিয়েছে, ভবিষ্যতে সিস্টেম লস কমানো, পেশাদার নিরীক্ষা চালু এবং দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে এলএনজি আমদানির পদক্ষেপ নেওয়া হবে।

দাম বৃদ্ধির ফলে বিনিয়োগে প্রভাব পড়বে কি না—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন চেয়ারম্যান। তবে নতুন শিল্পপতিরা চাইলে বিকল্প জ্বালানি ব্যবহারের পথ খুঁজতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ