বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির এক উন্নত দেশ। এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকতে হবে।
বরিশাল-১ আসনের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুস সোবাহান আরও বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ব্যক্তি নয়, বরং দল এবং দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ইফতার মাহফিলের আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুস সোবাহান বলেন, দলের চেয়ারপারসনের সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ ষড়যন্ত্র করলে, তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এইচএম নজরুল ইসলামের পরিচালনায় চাঁদশী জামিয়া মোহাম্মদীয়া মাজিদিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমাজসেবক গাজী আব্দুল খালেক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, তাইফুর রহমান কচি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।