প্রেমিকার ছুরিকাঘাতে ব্যবসায়ী প্রেমিক নিহত হয়েছে।
নিহত মাসুদুর রহমান (৪৫) নগরীর নতুন বাজার টেম্পুস্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে।
মাসুদের পরিবারের অভিযোগ তার প্রেমিকা পরিকল্পিতভাবে মাসুদুর রহমানকে গত বুধবার (৯ এপ্রিল) রাতে বাসায় ডেকে নিয়ে ছুড়িকাঘাত করে গুরুত্বর জখম করে।
ওইদিন রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্তায় আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।
মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারীর ব্যবসা রয়েছে।
তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রোড এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
বুধবার বেকারীর মালামাল আনার জন্য দুই লাখ টাকা নিয়ে তার ভাই রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে।
এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেয়ার জন্য জোড়াজুড়ি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানায়।
এসময় শান্তা তাকে (মাসুদ) ছুরি দিয়ে পেটে আঘাত করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, মাসুদুর রহমানের সাথে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল।
এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।