রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈশাখের প্রথমদিনে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বৈশাখের

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখের প্রথম দিনেই বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছিল উৎসবের ঢল।

ছুটির দিনে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন হাজারো মানুষ।

শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ ভিড় জমিয়েছে বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন, এড্যামস পার্ক, বেলস পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক এবং দপদপিয়া সেতু এলাকায়।

সকাল থেকেই এসব স্থানে মানুষের ঢল নামে। বিকেল গড়াতেই বেড়ে যায় ভিড়। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নগরীর ত্রিশ গোডাউনে ঘুরতে আসা তানিশা আক্তার বলেন, আমরা প্রতি বছর বৈশাখে বের হই। এই বছরও পরিবারের সদসদ্যদের সঙ্গে এখানে এসেছি।

রূপাতলীর বাসিন্দা এবং সরকারি কর্মচারী মো. জসিম উদ্দিন বলেন, সারাবছর কাজের ব্যস্ততা থাকে। আজ পরিবারকে সময় দিতে পেরে খুব ভালো লাগছে।

বাচ্চারা অনেক মজা করছে। প্রশাসনের নিরাপত্তাও ভালো ছিল।

নববর্ষ উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসব উদযাপন নির্বিঘ্ন রাখতে পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবকদের টহল ছিল দিনভর।

বরিশালে এমন প্রাণবন্ত নববর্ষ উদযাপন অনেকদিন পর দেখা গেল। পহেলা বৈশাখের আনন্দে এদিন যেন পুরো বরিশালই পরিণত হয়েছিল এক বিশাল উৎসব মঞ্চে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ