বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে মিলন খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে তৌহিদী জনতা।
আজ সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তৌহিদী জনতার পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও জানান, এর আগে ওইদিন রাত সাড়ে আটটার দিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা,) কে নিয়ে কটুক্তির অভিযোগে গৌরনদী উপজেলা চত্বর থেকে স্থানীয় তৌহিদী জনতা উপজেলার বাসুদেবপাড়া গ্রামের মৃত লাল মিয়া খানের ছেলে মিলন খানকে আটক করেন।
এনিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পরলে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
থানা কম্পাউন্ডে বসে পুলিশের দেওয়া হ্যান্ড মাইকে আটক মিলন খান নিজের ভুল স্বীকার করে বলেন, ফিলিস্তিনের গণহত্যার ভিডিও দেখে সে নিজেকে সামাল দিতে না পেরে বিশ্বনবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যা তার ভুল ছিলো। এজন্য নিজের ভুল স্বীকার করে মিলন উপস্থিত তৌহিদী জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করেন।