পথে প্রান্তরে ডেস্ক:- কক্সবাজারে ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ বালুখালী বিওপির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সীমান্ত পিলার ২০ হতে আনুমানিক ৪০০ গজ পূর্ব দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পাতে।
পরবর্তীতে আনুমানিক রাত ০৩ টা ৪০ মিনিটের সময় কতিপয় ইয়াবা চোরাকারবারীরা সীমান্ত থেকে পায়ে হেটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেন্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।
আত্বরক্ষার্থে বিজিবি টহলদল চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা গুলি করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে কেওড়া বাগানের মধ্যে দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।