সাভারে কারখানার গুদামে আগুন, পুড়ে গেছে কাপড়-কার্টন

ঢাকার সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা কাপড় ও কার্টন পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পাকিজার একটি গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, ‘আগুন লাগার কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হতাহতের কোনও তথ্য নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ