সিরাজদিখানে যুবদল নেতা মরহুম আব্দুর রহমান রানার জানাজায় শেখ মোঃ আব্দুল্লাহ

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা  জাতীয়বাদী যুবদল যুগ্ম-আহবায়ক মরহুম আব্দুর রহমান রানা (৫৩) এর জানাজায় মুন্সীগঞ্জ-০১ আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের চর কমলাপুর
মরহুমের নিজ এলাকায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তার দাফন সম্পুর্ন হয়।
গত রোববার রাতে স্টোককরে স্ট্রোককরে ঢাকা ধানমন্ডি নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন।
রানা’র মৃত্যুতে শোক প্রকাশ করে উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ বলেন
মুরহুম আব্দুর রহমান রানা দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদলের রাজনীতির সাথে সক্রিয় থেকে গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিলেন, বহুবার কারা নির্যাতনের শিকার হয়েছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,  সহ-সভাপতি মোতাহার হোসেন,  সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন,  আমিন উদ্দিন চৌধুরী,  যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন,  সদস্য সচিব শাহাদাৎ সিকদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি-অঙ্গসংগঠনের নেতৃত্বগণ ও অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ