সখীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল থেকে রবিবার বিকেল পর্যন্ত সময়ে বিভিন্ন অভিযানে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের জামাতা ও নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ ফরিদ (৩৫), উপজেলা যুবলীগের সদস্য আতিকুর রহমান (৩২), থানা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন (৩২), বহেড়াতৈল ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিনহাজ খান (৪২) এবং সদস্য শাহাদত খান (৪০), পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল (৩০) ও বহুরিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ (৩২)।
থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি জাকির হোসেন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে শেখ ফরিদের সাত দিনের রিমান্ড চেয়ে সবাইকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।”