ময়মনসিংহে সিএনজি স্টেশনে আগুনে একজনের মৃত্যু, দগ্ধ ৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের রহমতপুরে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়েছেন আরও অন্তত ৬ জন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফিলিং স্টেশন থেকে গ্যাস নিচ্ছিল একটি প্রাইভেটকার। এ সময় হঠাৎ প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। পরে ফিলিং স্টেশনে ছড়িয়ে পরে আগুন। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ৬ জনকে উদ্ধার ভর্তি করা হয় সদর হাসপাতালে। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিভাবে ধারণা ফায়ার সার্ভিসের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ