দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রভাতফেরির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও কর্মসুচির অংশ হিসেবে উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পুরো আয়োজন জুড়েই ছিল ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, স্মৃতিচারণ ও মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার আবহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, প্রানি সম্পদ অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার নজরুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো: নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়েদ হোসেন, বিএনপি নেতা, আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক ও এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ