Search
Close this search box.

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান ড. ইউনূসের

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করতে স্পেনের প্রতি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ অক্টোবর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের জন্য স্পেনের সমর্থনের প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্পেনের রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন, স্পেন তার নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করে সংস্কার উদ্যোগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে পারে কিনা।

প্রধান উপদেষ্টা স্পেনের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে সংস্কার করার চেষ্টা করছে তাতে দেশটির যেকোনও সমর্থনকে বাংলাদেশ স্বাগত জানাবে।

ড. ইউনূস স্পেনকে বাংলাদেশ রেলওয়ে, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং পোশাক খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ