স্টাফ রিপোর্টার: ঢাকার বায়ুদূষণ কমছে না। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৩৬। একে খুব অস্বাস্থ্যকর বায়ু হিসেবে গণ্য করা হয়। আর বিশ্বের নগরগুলোর মধ্যে দূষণে ঢাকার অবস্থান তৃতীয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
মঙ্গলবার (১৯শে নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর ৪৭৫। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৫২। আগেরদিন সোমবার দূষণে ঢাকার অবস্থান ছিল চতুর্থ, আর স্কোর ছিল ২৩১। গত শুক্রবার থেকেই ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর।
ঢাকার বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে আইসিডিডিআরবি, বেচারাম দেউড়ি ও সাভারের হেমায়েতপুর।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩১ শতাংশ বেশি।