শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে স্থানীয় থানার পুলিশ সদস্যদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন।

সংঘর্ষ চলাকালীন মিরপুর রোডে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানোর উদ্যোগ নেয়। একইসঙ্গে, সাইন্সল্যাব মোড় থেকে সিটি কলেজের শিক্ষার্থীদেরও কলেজে ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে এবং এলাকা স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেগুলোর অনেকক্ষেত্রেই যানবাহন ও স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ