Search
Close this search box.

প্রার্থিতা ফিরে পেতে আবারও চেম্বার আদালতে সাদিক আবদুল্লাহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের প্রার্থিতা ফিরে পেতে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

প্রার্থিতা ফেরত চেয়ে করা আবেদনে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছেন তিনি। তার আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার (২০ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

এর আগে, হাইকোর্টে গিয়ে নিজের পক্ষে রায় পান সাদিক আবদুল্লাহ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে দেন। ফলে বহাল থাকে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত।পরে সাদিক আবদুল্লাহর আইনজীবী খুরশীদ আলম খান বলেন, চেম্বার কোর্ট বাতিল করেছে, এখন আমরা নিয়মিত লিভ টু আপিল করব।প্রসঙ্গত, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিল চেয়ে পরে ইসিতে আপিল করেন ওই আসনের নৌকার প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। গত ১৫ ডিসেম্বর শুনানি শেষে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ