Search
Close this search box.

বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নিয়োগকে অন্তর্বর্তী সরকারের সিগনেচার স্টেটমেন্ট বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মেধা, সততার মূল্যায়ন করে আরও ভালো বিচারক নিয়োগ দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ এটাই প্রমাণ করে আমরা মেধার মূল্যায়ন করি।

আইন উপদেষ্টা আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমরা গায়েবি মামলা, মামলার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করতে চাই, জনগণের ভোগান্তি দূর করতে চাই।

তিনি  বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে।

অন্তবর্তী সরকার মেধা, যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ তার বড় প্রমাণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ