বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের রাজ্যসভায় কথা বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বতী সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। তবে তাতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি।
আরও পড়ুন – যমুনা সেতুর পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম পরিবর্তন
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির রাজ্যসভায় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক আইনপ্রণেতার উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাসহ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন।
এরপর, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকা।
আরও পড়ুন – শীতকালীন সবজিতে স্বস্তি পাচ্ছেন রাজধানীর ক্রেতারা, সস্তায় মিলছে গোল আলু
গত মাসের শুরুর দিকে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লি থেকে কোনো জবাব পায়নি।
এরপর, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।