Search
Close this search box.

টেকনাফে বিপুল পরিমান ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার- টেকনাফ সীমান্তের নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশন। জব্দকৃত ইয়াবার পরিমান তেত্রিশ হাজার তিনশো বিশ পিস।

বুধবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানার নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একটি ছোট ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দিলে নৌকাটি দ্রুত গতিতে তীরে ভিড়িয়ে নৌকার আরোহীরা পালিয়ে যায়। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৩,৩২০ পিস ইয়াবা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। এসময় ইয়াবা পাচারকারীরা নৌকা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

তিনি আরও বলেন,পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ