Search
Close this search box.

নাফ নদী থেকে বিপুল পরিমান ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার- টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক রাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন নাফ নদীর মোহনায় একটি ফিশিং বোট থেকে ফ্লোটিং এর মাধ্যমে একটি বস্তা পানিতে ফেলতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে বোটটি দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়।

পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং বস্তাটি তল্লাশী চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ফ্লোটিং এর মাধ্যমে একটি বস্তা পানিতে ভাসিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ