Search
Close this search box.

সীতাকুণ্ডে বিস্ফোরণ- সীমা অক্সিজেনের এমডি গ্রেফতার

স্টাফ রিপোর্টার- চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান। এদিকে, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার চার ঘণ্টার মধ্যেই সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে শিল্প পুলিশের একটি টিম। শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহাবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার পারভেজ সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি।

এর আগে মঙ্গলবার বিকেল চারটার দিকে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের হাতে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।

তদন্ত কমিটির প্রধান রাকিব হাসান বলেন, এই অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি এবং কিছু অনিয়ম হয়েছে। তদন্ত প্রতিবেদনে ৯টি সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

গত ৪ মার্চ বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ