Search
Close this search box.

হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ তিনদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজা এই আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইদিন ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেন সিটিটিসি ইউনিটের সদস্যরা।

ডিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া, পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন আছে। তাকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানায় ডিএমপি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ