Search
Close this search box.

আন্দোলন দমনে কঠোর হওয়া আটশোর বেশি পুলিশ সদস্য চিহ্নিত

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার আন্দোলন দমনে যেসব পুলিশ সদস্য গুলি চালানো, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ক্ল্যাশ গ্রেনেড ছুড়েছেন তাদের চিহ্নিত করা হয়েছে। নির্দেশদাতা হিসেবে ১১০ জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গুলি-গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপকারী এক হাজার ৭১৭ জন পুলিশ চিহ্নিত করা গেছে।

সূত্র জানায়, আন্দোলনকারীদের ওপর গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় সম্পৃক্তদের মধ্যে অতিরিক্ত কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবলরা আছেন।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, ‘বিভিন্ন মামলার আসামিদের অবস্থান শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার জন্য কাজ চলছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া আছে। এগুলো প্রতিপালন সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেপ্তারে সবাই সক্রিয় রয়েছে’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ