Search
Close this search box.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কয়েকজন সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে বলেন, আজকে মিটিংয়ে ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তবে ক্যাম্পাসের বাইরে রাজনীতি করা নিয়ে আলোচনা হয়নি।

এর আগে, জরুরি সিন্ডিকেট সভাটি সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত চলে। সভায় সিন্ডিকেটের ১৭ জন সদস্যের মধ্যে ১৫ জন অংশ নেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ