Search
Close this search box.

পাসওয়ার্ড অন্যকে দিলে লাগবে বাড়তি টাকা

নিজস্ব প্রতিবেদক ॥ দুনিয়া জুড়ে অনলাইন প্লাটর্ফম বা ওটিটির সংখ্যা এখন সঠিক কত, নিশ্চিত বলা মুশকিল। বেশিরভাগ মানুষ বিনোদনের খোঁজে এখন এই মাধ্যমকেই বেছে নেয়। নেটফ্লিক্স পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ওটিটি সংস্থা। সারা পৃথিবী জুড়ে রয়েছে নেটফ্লিক্সের গ্রাহক। মুলত সিনেমা হল এবং টেলিভিশন কে চ্যালেঞ্জ জানাতেই এই ওটিটি সংস্থার যাত্রা শুরু। দর্শক অকৃষ্ট করে অনেকটা পথ তারা ইতোমধ্যে এগিয়ে গিয়েছে। কিন্তু নেটফ্লিক্স তার গ্রাহকদের জন্য নতুন একটি বিধি আরোপ করতে যাচ্ছে যাতে করে বিপত্তিতে পরবেন নেটফ্লিক্স এবং গ্রাহক দুই পক্ষই। নেটফ্লিক্স জানিয়েছে, অনেক ব্যবহারকারী ‘সিঙ্গল ডিভাইস সাবস্ক্রিপশন’ নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে নিজের পাসওয়ার্ড শেয়ার করেন। অন্যের সঙ্গে পাসওয়ার্ড ভাগ করে নিলে এ বার থেকে অতিরিক্ত টাকা দিতে হবে নেটফ্লিক্সকে। ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারীর কাছে এই বিষয়ে টাকা নিয়েছে এই ওটিটি সংস্থা। যদিও এই ঘোষণা নতুন নয়। মার্চ মাসেই নেটফ্লিক্সের থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, এক পাসওয়ার্ড অন্যকে দিলে অতিরিক্ত টাকা নিতে শুরু করবে সংস্থা। মূলত নিজেদের আয় বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়।
সব দেশে এই নিয়মবিধি এখনই চালু হয়নি। ল্যাতিন আমেরিকার দেশ পেরু, চিলি এবং কোস্টারিকার গ্রাহকদের উপর নেটফ্লিক্স প্রাথমিক ভাবে এই নিয়ম চালু করছে। আদৌ নয়া বিধি কার্যকর হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্যই এই তিন দেশকেই বেছে নিয়েছে সংস্থা। নতুন এই বিধির আওতায়, ব্যবহারকারীকে কত টাকা দিতে হবে, সে বিষয়ে কোনও তথ্য সংস্থার পক্ষ থেকে এখনও জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ