Search
Close this search box.

চার বছর পর ফিরছেন রূপেররাণী ঐশ্বরিয়া

সব্যসাচী দাশ :

সবশেষ ২০১৮ সালে ‘ফানি খান’ সিনেমায় দেখা গিয়েছে সাবেক বিশ^সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। বছর চারেক আগের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না-এই রূপের রাণীর। ‘ফানি খান’ ফ্লপ ছবি ছিল। ঐশ^রিয়া ভক্তরা ভেবে ছিলেন নতুন সিনেমা খুব তাড়াতাড়ি হয়তো তাকে আর দেখা যাবে না। হ্যা, গুনে গুনে চার বছর! আবারও অ্যাশের রূপের ঝলক। তাও আবার রাজকীয়! গত কয়েক দিন আগে ফেসবুকে ঐশ^রিয়ার অফিসিয়াল ফ্যনপেজে রাজরাণীর একটি ছবি পোস্ট করা হয়। তাতে কেবল সিনমোর নাম এবং পরিচালকের নাম প্রকাশ করা হয় । এর দুই দিন পর প্রকাশ পায় ‘পোন্নিইন সেলভান ওয়ান’ পিএস ওয়ান সিনেমার টিজার। এবার নড়েচড়ে বসেছেন অ্যাশ ভক্তরা।

বলিউড এবং দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক মণিরত্মম এর আপ কামিং পিএস ওয়ান নিয়ে রীতিমত হৈচৈ শুরু হয়েছে। দশম শতাব্দীর কাহিনী অবলম্বনে ১৯৯৫ সালে কল্কি কৃষ্ণমূর্তির লেখা উপন্যাস ‘পোন্নিইন সেলভান’-এর প্রেরণায় ছবিটি নির্মাণ করা হয়েছে। দশম শতাব্দীর আদলে এই ব্যয়বহুল সেট নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, ছবির বাজেট ৫০০ কোটি ছাড়িয়ে গেছে। সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবির তালিকায় মণিরত্নমের এই ছবির নাম উঠে এসেছে। ‘পিএস ওয়ান’ ছবির মাধ্যমে চার বছর পর রূপালি পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বরিয়া। আর তাঁর যে এটা দুর্দান্ত প্রত্যাবর্তন, তা বলার অপেক্ষা রাখে না।
কারণ, একদিকে মণিরত্নমের মতো পরিচালকের মেগা বাজেটের ছবিতে তিনি, তার ওপর এই ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।

রাণী নন্দিনী ছাড়া ঐশ্বরিয়াকে দেবী মন্দাকিনী রূপেও দেখা যাবে। এই দুটির মধ্যে একটি আবার ধূসর চরিত্র। তাই একজন অভিনেত্রী হিসেবে অ্যাশ নিজেকে নানাভাবে মেলে ধরার সুযোগ পাবেন। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষায় ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে। জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রাহমান ‘পিএস ওয়ান’ ছবির সংগীত পরিচালনা করছেন। এই ছবিতে অন্যান্য মূল চরিত্রে আছেন বিক্রম, কার্থী, জয়ম রবি, সোবিতা ধুলিপালা, তৃষাসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ