Search
Close this search box.

সিনেমা ছাড়ছেন অনন্ত-বর্ষা!

স্টাফ রিপোর্টার ॥ গত দশ জুলাই সাড়াদেশে একশোর (১০৭ ) বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিল-বর্ষা অভিনীত এবং ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত একশ কোটি টাকার সিনেমা ‘দিন; দ্য ডে’। শুরুতেই খোদ চলচ্চিত্রের ঘরের মানুষ সিনেমাটা নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

কেউ বলেছেন ফালতু ছবি, কেউ বলেন গার্মেন্টস কর্মী ভাড়া করে প্রেক্ষগৃহের মিলনায়তন ভরা হচ্ছে! সহকর্মীদের এমন সব মন্তব্যে আবেগ প্রবণ হয়ে যান চিত্র নায়িকা বর্ষা। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ঢাকার মধুমিতা সিনেমা হল পরিদর্শনে যান অনন্ত জলিল ও বর্ষা। সেখানে সবার সামনে কাঁদেছেন বর্ষা।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বর্ষা বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করার চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না। ’ তিনি আরো বলেন, ‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই হবে না। আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে।

অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব? মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে?’ কাঁদতে কাঁদতে বর্ষা বলেন, ‘নেত্রী: দ্য লিডার’র আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোড়ে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না। ’ ‘দিন-দ্য ডে’ বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ