Search
Close this search box.

হিমুর মৃত্যু র‌্যাবের মিডিয়া উইংয়ের ব্রিফিং

জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বংশাল এলকা থেকে তার প্রেমিক মোহাম্মদ জিয়া উদ্দিন রুফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ব্রিফ করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।

তিনি সাংবাদিকদের জানান, অভিযুক্ত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- বিগো অনলাইন জুয়ায় আসক্ত ছিল অভিনেত্রী হিমু। এছাড়া দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার জন্য এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

ঘটনার দিন হিমুকে হাসপাতালে নিয়ে যায় মেকআপ ম্যান মিহির, বাসার দারওয়ান ও অভিযুক্ত রুফি। কিন্তু ডাক্তার মৃত ঘোষণা করে পুলিশকে জানাতে হবে বললে ভয়ে পালিয়ে যায় হিমুর কথিত এই প্রেমিক। সঙ্গে নিয়ে যায় হিমুর ব্যবহৃত মোবাইল ফোন ও গাড়ি। তবে মৃত্যুর মূল কারণ পরিপূর্ণ তদন্তে শেষে জানা যাবে বলেও জানায় র‌্যাব।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিমুর রহস্যজন মৃত্যু হয়। উত্তরায় নিজ বাসায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

জনপ্রিয় এই অভিনেত্রী টিভি নাটকে নিয়মিত মুখ ছিলেন। ছোটপর্দার পাশাপাশি ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় এই অভিনেত্রীর জন্ম হয়। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে প্রবেশ করেন হিমু।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ