থিয়েটারে ঝড় তুলেছে বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘সালার’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রীতিমতো ‘আগুন’ ধরিয়ে দিয়েছে প্রভাস অভিনীত এই সিনেমা। শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার একদিন পর মুক্তি পেলেও সবদিক থেকেই এগিয়ে সালার।
এখানেই শেষ নয়, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ২০২৩ সালে মুক্তি পাওয়া সব সিনেমাকেই পেছনে ফেলেছে সালার। সালারের অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ৪৯ কোটি রুপি (ব্লকড সিট বাদ দিয়ে)। বিক্রি হয়েছে ২২ লাখের বেশি টিকিট। এতে এ বছর মুক্তি পাওয়া সর্বোচ্চ অগ্রিম বুকিং পাওয়া সিনেমার জায়গা দখল করে নিয়েছে সালার।
২০২৩ সালে সর্বোচ্চ অগ্রিম বুকিং পাওয়া ৫ সিনেমা হচ্ছে-
১. সালার- ৪৯ কোটি রুপি ২. লিও- ৪৬.১০ কোটি রুপি ৩. জাওয়ান- ৪১ কোটি রুপি ৪. অ্যানিমেল- ৩৪ কোটি রুপি ৫. পাঠান- ৩২.৪৩ কোটি রুপি
অগ্রিম বুকিংয়ের দিক থেকেই শুধু নয়, মুক্তির পর শীর্ষ ৫ থেকে ‘আদিপুরুষ’কে পেছনে ফেলেছে সিনেমাটি। চলতি বছর ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি দারুণ ব্যবসা করেছে। সবশেষ এই তালিকায় যুক্ত হলো ‘সালার’।
প্রশান্ত নীল পরিচালিত সালার সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক পৃথ্বিরাজ সুকুমারণ, শ্রুতি হাসান, জগপতি বাবু, ববি সিমহা, তিন্নু আনন্দ, ঈশ্বরী রাও, শ্রিয়া রেড্ডি ও রামচন্দ্র রাজু। সিনেমাটি শুক্রবার (২২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে।