শিল্পাঙ্গন নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত বাংলা সৃজনশীল চর্চার একটি কন্দ্রে। বাংলা শিল্প ও সাহিত্যের সকল ধারায় নিয়মতি প্রশিক্ষণ ও সাধনার মাধ্যমে পেশাদার মানের পরিবশেনায় ব্রত রয়েছে সংগঠনটি । শিল্পাঙ্গনরে একটি শক্তশিালী শাখা হচ্ছে নাটক বিভাগ, যা বছরজুড়ে ওয়ার্কশপ ও মহড়ায় ব্যস্ত থাকে এবং মঞ্চে নিয়মিত নাটক উপস্থাপন করে। শিল্পাঙ্গনের ৩৫ তম প্রযোজনা ‘শোধ’ মঞ্চায়িত হবে আগামী ২২শে ডসিম্বের ২০২৪ তারিখে।
কিংবদন্তি নাট্যজন আবুল হায়াত প্রবাসে শিল্পাঙ্গনের নাট্যপ্রয়াসে উদ্বুদ্ব হয়ে তারা আত্যন্ত শক্তশিালী নাটক ‘শোধ’ উপহার দেন শিল্পাঙ্গনকে। সমরেশ মজুমদাররে ‘বড় পাপ হে’ গল্প থেকে অনুপ্রানিত হয়ে আবুল হায়াত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচনা করেন ‘শোধ’। আমাদের মহান মুক্তিযুদ্বে যারা বিরোধিতা করেছিল, মুক্তি সংগ্রামী মানুষদের হত্যা করেছিল, তারা ও তাদের বংশধর বারবার আক্রমণ করে আমাদের স্বাধীন দেশকে এবং নিরীহ জনগণকে। ইতিহাসের ভুল ব্যখ্যা দিয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্বের আদর্শ থেকে বিচ্যুত করার প্রয়াস তাদের সর্বদা । কিন্তু সত্যকে যেমন চাপা দেয়া যায় না তেমনি মহান মুক্তিযুদ্ধের আদর্শ থেকে সরিয়ে বাংলাদশেরে মানুষকে কখন ভিন্নপথে ধাবিত করা যায় না। স্বাধীণ বাংলাদেশের মানুষ যুগে যুগে মুক্তিযুদ্ধের জয়গান গেয়ে যাবে । এমনি এক আহ্বানের শৈল্পকি প্রতিচ্ছবি তৈরী করেছেন আবুল হায়াত তার ‘শোধ’ নাটকে।
মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশনায় ‘শোধ’ নাটকে অভিনয় করছেন রাফিয়া খান নিশি, শফিউল আলম, আহসান উল্লাহ ও মোহাম্মদ নজরুল ইসলাম। শব্দ ও আলোক নিয়ন্ত্রনে থাকছেন হাসিব হোসেন । মঞ্চে ব্যাবস্থাপনায় সনিয়া পান্না, স্বপন কবীর এবং আনোয়ার সেলিম । আগামী ২২শে ডিসম্বের শিল্পাঙ্গনের বিজয় দিবসের অনুষ্ঠানে নিউ ইয়র্কের লেভিটটাউন হলের মিলনায়তনে মঞ্চায়িত হবে আবুল হায়াতের নাটক ‘শোধ’। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নাট্যজন তৌকির আহমেদ এবং বিপাশা হায়াত ।