সমাজ নষ্ট করার অধিকার আমার নেই: নায়ক বাপ্পারাজ

দেশের এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প নির্ভর ছবি। অসংখ্য রোমান্টিক সিনেমা উপহার দিয়ে আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি বাপ্পারাজের পুরোনো একটি ছবির ডায়ালগ ভাইরাল হয়। যার কারণে ফের আলোচনায় এই অভিনেতা। তার অভিনীত ছবির বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস। হঠাৎ করে সবাই মজেছেন বাপ্পারাজের হেনায়। ‘চাচা হেনা কোথায়’ সংলাপে সয়লাব সোশ্যাল মিডিয়া।

এদিকে বড় সুখবর হলো দীর্ঘ সময় পর ফের পর্দায় দেখা যাবে বাপ্পারাজকে। জানা গেছে, এবার এক ওয়েব সিরিজের মধ্যে দিয়ে বেরিয়ে আসছেন এক নতুন বাপ্পারাজ! ফিরছেন অস্ত্র হাতে, বাংলার দেবদাস তকমা পাওয়া নায়ককে অবশেষে দেখা মিলবে অ্যাকশন অবতারে!

তবে দীর্ঘদিন ক্যামেরার বাইরে থেকে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেল এক সময়ের জনপ্রিয় এই অভিনেতাকে। সম্প্রতি তিনি বলেছেন, ‘শুক্রবার (৩১ জানুয়ারি) একটি ছবির প্রস্তাব পেয়েছি। পাণ্ডুলিপি পড়ে দেখলাম—বেডসিন। এই বয়সে আমি কি বেডসিন করব: আরে ব্যাটা, আগে দেখে আয় আমার ছবিগুলো। আমি কি এই ধরনের একটি ছবিও করেছি? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোও এমন অ্যাডাল্ট। ক্যামেরার বাইরে থাকতে খুব কষ্ট হয়। সারাক্ষণই কানে বাজে, ‘লাইট-ক্যামেরা- অ্যাকশন’। মিস করি শুটিং। তাই বলে এই ধরনের চরিত্র তো করতে পারব না। সমাজ নষ্ট করার অধিকার আমার নেই’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ