পথে প্রান্তরে লাইফস্টাইল: মহান মাবুদ আমাদের জীবনকে অসংখ্য সুন্দর উপকরণের সমন্বয়ে সৃষ্টি করেছেন। সুন্দর এ সকল উপকরণের কারণেই আমাদের জীবন এত সুন্দর। এ সুন্দর জীবন উপহার দেয়ার জন্য আমাদের উচিত আল্লাহর প্রশংসা করা এবং তাকে কখনোই ভুলে না যাওয়া। জীবনের এই সুন্দর হওয়ার বিভিন্ন উপকরণের মধ্য থেকে পাঁচটি উপকরণ তুলে ধরা হলো ।
১. ভালোবাসা
ভালোবাসার উপস্থিতিতে যেকোন স্থান এমনকি এক রুক্ষ, ঊষর মরুভূমিও সুন্দর হতে পারে। অনেকেই বলেন, জীবন সত্যিকার অর্থে সুন্দর হতে পারেনা যদিনা সেখানে ভালোবাসার অনুপস্থিতি থাকে। ভালোবাসার সাহায্যেই মানুষ তার যেকোন লক্ষ্য, যে কোন দায়িত্ব ও যে কোন কাজ সম্পন্ন করতে সক্ষম হয়। বয়স, শিক্ষা, আর্থ-সামাজিক অবস্থানভেদে সকল মানুষই বিভিন্ন দিক থেকে ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করে। ভালোবাসার মাধ্যমেই মানুষ যেমন নিজের জীবনকে সাজিয়ে নিতে পারে, ঠিক তেমনি তার চারপাশের পরিবেশকে সাজিয়ে নেয়।
২. জীবন সংশ্লিষ্ট মানুষ
আমাদের জীবনকে আল্লাহ আমাদের বাবা-মা, ভাই-বোন, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষকে দিয়ে পূর্ণ করেছেন। তাদের মমতা, স্নেহ, শ্রদ্ধা ও সহযোগিতায় আমাদের জীবন আমাদের কাছে সুন্দর হয়ে উঠেছে।
৩. লক্ষ্য পূরণ
আল্লাহ আমাদের বিভিন্ন ক্ষেত্রে মেধা দান করেছেন এবং আমাদের রয়েছে বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ ও আকর্ষণ। আমাদের এই আগ্রহের বিষয়গুলোতে আমাদের মেধাকে কাজে লাগানোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমাদের কাছে অর্থবহ করতে পারি। তার ফলে আমরা যেমন জীবনের সৌন্দর্য খুঁজে পাই, তেমনি আল্লাহর সন্তুষ্টি আদায়ের চেষ্টা করতে পারি।
৪. বেঁচে থাকা
যে জীবন আল্লাহ আমাদের উপহার দিয়েছেন, এই জীবনই একটি বড় সুযোগ ও সুবিধা। জীবনে আমরা যতই দুঃখ, কষ্ট, বিপর্যয়ের শিকার হই না কেন, পাশাপাশি আল্লাহর সৃষ্ট জীবনের অশেষ নেয়ামতও আমরা ভোগ-উপভোগ করি। জীবনের এই বেশুমার নেয়ামতই আমাদের জীবনকে আমাদের কাছে সুন্দর করে তুলেছে।
৫. পরিবর্তনের ক্ষমতা
এই জীবনে আমরা আমাদের উন্নতির জন্য, আমাদের জীবনের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করতে পারি। পাশাপাশি আমরা আমাদের চারপাশের অসুন্দরকে পরিবর্তন করে সুন্দর করতে পারি। পরিবর্তনের এই ক্ষমতা আমাদের জীবন সুন্দর হওয়ার অপর একটি কারণ। পরিবর্তনের এই ক্ষমতার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমাদের জন্য সুন্দর করে নিতে পারি।