Search
Close this search box.

বিশেষ অধিবেশনে মালদ্বীপের পার্লামেন্টে ২ এমপির মারামারি

পার্লামেন্টের ভেতরেই মারমারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধীরা। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইন মাধ্যমে।

রোববার প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথিও মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।

মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, নতুন ৪ মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। সরকারি দলের এমপিরা বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি লেগে যায়। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই এমপি। তারা একে অন্যকে কিল ঘুষিও মেরেছেন।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জুর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন।

সূত্র: মিন্ট

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ