শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় দুজনকে পাঁচ লাখ রুপি (পাকিস্তানের মুদ্রা) করে জরিমানাও করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির একটি আদালত এ রায় দেন। খবর- পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।
এর আগে, গত বছরের নভেম্বরে বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মাসেকা ইসলামাবাদের সিনিয়র সিভিল বিচারক কুদরাতুল্লাহর আদালতে মামলাটি দায়ের করেছিলেন।লিখিত রায়ে আদালত বলেছে, আসামিরা পাকিস্তান পেনাল কোডের সেকশন ৪৯৬ ভঙ্গ করেছেন। অবৈধভাবে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছে তারা। আর জরিমানা না দিলে আরও কয়েক মাস এই দম্পতিকে সাজা ভোগ করতে হবে।এই রায়ের বিরুদ্ধে ইমরান খান ও বুশরা বিবি দেশটির উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানা গেছে।এর আগে, আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর গোপন নথি প্রকাশের মামলায় ১০ বছরের সাজা হয়েছে এই সাবেক ক্রিকেটারের।