ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাংশের জ্বালানি অবকাঠামোতে রাশিয়া শুক্রবার (২১ জুন) রাতে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় শনিবার (২২ জুন) এ কথা জানিয়েছে। খবর এপি। মন্ত্রণালয় বলেছে, হামলায় ‘জাপোরিঝিয়া এবং লভিভ অঞ্চলে (অপারেটর) ইউক্রেনারগোর (পরিচালনা সংস্থা) অবকাঠামোর সরঞ্জামগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।’ এতে দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাদের জাপোরিঝিয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মধ্য ও পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোতে গত তিন মাসে নয়টি ক্ষেপণাস্ত্র এবং ২৭টি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ সমস্ত ড্রোন এবং পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। ইউরোপীয় দেশগুলি থেকে বিদ্যুৎ আমদানি এবং জরুরি সরবরাহে সহায়তা সত্ত্বেও ইউক্রেনারগো সারা দেশে বিদ্যুতের ব্ল্যাকআউট ঘোষণা করেছে। ব্ল্যাকআউটের ফলে ইউক্রেনীয় বসতবাড়ি এবং শিল্প এলাকাকে প্রভাবিত করেছে।
এদিকে, রাশিয়ার দুইটি অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলায় তেল সংরক্ষনাগারে আগুন লাগার খবর দিয়েছে। রাশিয়ার এডিজিয়া অঞ্চলের প্রধান মুরাত কুম্পিলোভ বলেছেন, ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে এনেম শহরের একটি তেলের ডিপোতে আগুন লেগেছে যা পরে নিভে গেছে। তাম্বভ অঞ্চলের গভর্নর ম্যাক্সিম ইয়েগোরভ বলেছেন, সেখানে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে।
ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ বলেছেন, একটি ড্রোন স্লাভিয়ানস্ক শহরের একটি ব্যক্তিগত বাড়িতে আঘাত করে। এতে একজন মহিলা নিহত হয়।