শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সখীপুরে বৈষম্যবিরোধী আন্দোলন : অধ্যক্ষ ও প্রধান শিক্ষক গ্রেপ্তার

জাহিদ হাসান, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান তালুকদার ও গোহাইলবাড়ী আ. গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

কে বি এম খলিলুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও শহীদুল ইসলাম সখীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।


আরো পড়ুন:    গ্রেপ্তার শাহজাহান ওমর


গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় এ দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ২৬ আগস্ট রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়সহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার রাতে গ্রেফতার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ৭৫ নম্বর ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ৮০ নম্বর আসামি।


আরো পড়ুন:   হবিগঞ্জ কারাগারে স্থানান্তর ব্যারিস্টার সুমন

                         আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ইএসডিওর সাইড ইভেন্ট  অনুষ্ঠিত 


গ্রেফতার অধ্যক্ষ খলিলুর রহমানের ছেলে নাফিউল রাজিম রক্তিম বলেন, ‘আমি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাবা এতে কখনো বাধা দেননি বরং সাহস জুগিয়েছেন। সেই আমার বাবাকেই আজ মিথ্যা মামলায় গ্রেফতার করা হলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, গ্রেফতার হওয়া দুই আসামিকে রাত সাড়ে ৮টার দিকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতেও পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ