আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরে তিন দফা বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি করতে সম্মত হয়েছে ভারতীয় কংগ্রেস ও কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স (এনসি)। সোমবার এই দুই দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যকার এক বৈঠকের পর এ ব্যাপারে সম্মত হয় তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আলোচনার পর সিদ্ধান্ত হয়, জম্মু ও কাশ্মীরে আগামী মাসের বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৫১ আসনে লড়বে ন্যাশনাল কনফারেন্স। আর কংগ্রেস লড়বে ৩২টিতে। এ ছাড়া ৫টি আসনে দুই দলই প্রতিনিধি দেবে। তবে, এক্ষেত্রে লড়াইটা হবে সুস্থ ধারার।
জম্মু ও কাশ্মীরে প্রথম দফা ভোটের আগে এই সিদ্ধান্ত দুই দলকেই বেশ স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। এতে আরও চাপ বাড়তে পারে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওপর।
এদিকে, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য ১৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সোমবার এই প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দলীয় কর্মীদের মধ্যে যথেষ্ট অস্থিরতাও দেখা গেছে। জম্মুতে বিজেপির সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন বিজেপির বেশ কয়েকজন নেতা।
এর আগে, সোমবারই দলীয় প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল বিজেপি। কিন্তু তা প্রত্যাহার করা হয় এরপর ফের এদিন নতুন তালিকা জারি করা হয়।