২৫ লাখ ডলার আয় জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে

তদন্তে জানা গেছে, এই প্রতারণার মাধ্যমে পাঁচ মাসে প্রায় ৯০ মিলিয়ন তুর্কি লিরা ২৫ লাখ ডলার মার্কিন ডলার আয় করেছে অভিযুক্ত চক্র।

মেহমেত আরও জানান, তিনি ট্যাপের পানির সঙ্গে সৌদি আরব থেকে আনা অল্প পরিমাণ আসল জমজম পানি মিশিয়ে এই ভেজাল তৈরি করতেন।

জমজম পানি মুসলমানদের জন্য বিশেষ ধর্মীয় তাৎপর্যপূর্ণ, যার চাহিদা রমজানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বেড়ে যায়।

সূত্র: এমইএনএ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ