তুরস্কে পবিত্র জমজম কূপের পানি বলে ট্যাপের পানি বিক্রি করার একটি বড় জালিয়াতি চক্রকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির আদানা শহরে পরিচালিত এক অভিযানে ১৫ টন ট্যাপের পানি উদ্ধার করা হয়, যা সৌদি আরবের আসল জমজম পানির নামে লেবেলযুক্ত ছিল।
তদন্তে জানা গেছে, এই প্রতারণার মাধ্যমে পাঁচ মাসে প্রায় ৯০ মিলিয়ন তুর্কি লিরা ২৫ লাখ ডলার মার্কিন ডলার আয় করেছে অভিযুক্ত চক্র।
অভিযুক্ত ব্যক্তি মেহমেত বিলাল চে. স্বীকার করেছেন যে, তার কারখানায় প্রতিদিন ২০ টন নকল জমজমের পানি উৎপাদন করা হতো ও এ থেকে দৈনিক ৬ লাখ (২২ হাজার ডলার) আয় হতো। তিনি আরও জানান, তুরস্কের বিভিন্ন শহরে, বিশেষ করে ইস্তানবুলসহ প্রধান বাজারে তার উৎপাদিত জমজম পানি বিক্রি করা হতো।
মেহমেত আরও জানান, তিনি ট্যাপের পানির সঙ্গে সৌদি আরব থেকে আনা অল্প পরিমাণ আসল জমজম পানি মিশিয়ে এই ভেজাল তৈরি করতেন।
তদন্ত কর্তৃপক্ষ হাজার হাজার জাল লেবেল উদ্ধার করেছে, যেখানে আরবিতে সৌদি আরবের পানি লেখা উল্লেখ ছিল, যার মাধ্যমে জমজম পানির ধর্মীয় গুরুত্বকে কাজে লাগিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করা হতো। অভিযানের পর, কারখানাটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃত নকল পানি নষ্ট করা হয়েছে। এই ঘটনার পর কর্তৃপক্ষ ভোক্তাদের সুরক্ষা ও জমজম পানির পবিত্রতা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
জমজম পানি মুসলমানদের জন্য বিশেষ ধর্মীয় তাৎপর্যপূর্ণ, যার চাহিদা রমজানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বেড়ে যায়।
সূত্র: এমইএনএ