দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৬

অনলাইন ডেস্ক : 
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে একটি হোটেল রিসোর্ট নির্মাণস্থলে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। ছাদে আশ্রয় নেওয়া প্রায় ১৪ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।

বুসান অগ্নিনির্বাপণ ও দুর্যোগ সদর দপ্তর জানিয়েছে, বিস্তীর্ণ নির্মাণস্থল থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে মাটির ওপরে ১২ তলা এবং নীচে তিনটি ভবনে কাজ চলছিল।

বুসানের অগ্নিনির্বাপণ সংস্থার একজন কর্মকর্তা সরাসরি টেলিভিশনে জানিয়েছেন, প্রায় ২৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজন ধোঁয়া শ্বাসকষ্টের কারণে আহত হয়েছেন।

অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ভবনের প্রথম তলায় একটি ইনডোর সুইমিং পুলের থাকা দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক এক বিবৃতিতে আগুন নেভানোর জন্য উপলব্ধ সকল সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ