বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১

বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়োকালা পৌর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ৩১ জন। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। এদের মধ্যে ৪ শিশুও রয়েছে।

গত সোমবার বাসচালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি প্রায় ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দুর্ঘটনাটি পোটোসি ও ওরুরো শহরের মধ্যবর্তী রাস্তায় ঘটেছে। পুলিশ কর্নেল ভিক্টর বেনাভিদেস জানিয়েছেন, এই পার্বত্য রুটটি বহু বাঁক ও খাড়া মোড়ে পূর্ণ, যা চালকদের জন্য অত্যন্ত বিপজ্জনক।

বাসটি অতিরিক্ত গতিতে চলছিল , যা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম ইউনিটেল জানিয়েছে, আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। বলিভিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

এটি এ বছর বলিভিয়ায় রিপোর্ট হওয়া সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। গত মাসেই পোটোসি শহরের কাছে আরেকটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়। দেশটির জনসংখ্যা প্রায় জনসংখ্যা প্রায় ১.২ কোটি। প্রতি বছর গড়ে দেশটিতে ১ হাজার ৪০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ