শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন শর্তসাপেক্ষ প্রস্তাব দিলো ইসরায়েল

গাজায়

গাজায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিসর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে।

মিসরের সরকারি টিভি চ্যানেল আল কাহেরা নিউজ জানায়, প্রস্তাবটি এখন হামাসের হাইকমান্ড পর্যালোচনা করছে। তবে এই প্রস্তাবে রয়েছে গুরুত্বপূর্ণ একটি শর্ত— হামাসকে অবশ্যই সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে।

ইসরায়েল জানিয়েছে, হামাস যদি নিরস্ত্র হওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলেই যুদ্ধবিরতির বিষয়ে পরবর্তী আলোচনা শুরু হবে।

হামাসের মুখপাত্র আবু জুহরি জানিয়েছেন, এই শর্ত মানা তাদের জন্য অনেক ‘রেডলাইন’-এর বিষয়। গোষ্ঠীর হাইকমান্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে হামাস যুদ্ধবিরতির পাল্টা প্রস্তাবে বলেছিল, ইসরায়েল গাজা থেকে সেনা সরিয়ে নিলে তারা বন্দি ইসরায়েলিদের মুক্তি দেবে। তবে ইসরায়েল নিরাপত্তার কারণে সেনা প্রত্যাহারে রাজি হয়নি, ফলে সেই আলোচনাও অচল হয়ে পড়ে।

মধ্যস্থতাকারীদের আশা, এবার হামাস দ্রুত কোনো প্রতিক্রিয়া দেবে। মিসরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “হামাস জানে সময় কতটা গুরুত্বপূর্ণ। তারা শিগগিরই সিদ্ধান্ত জানাবে বলে আমরা আশা করছি।”

উল্লেখ্য, ২০২৩ সালে ইসরায়েলে হামলার পর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৫১ হাজারের বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ