Search
Close this search box.

বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার \ বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৩২) বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী চৌধুরী  গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আলাউদ্দিন পঞ্চগড়ের আটোয়ারী থানার ছোটধাপ এলাকার হাবিবুর রহমানের ছেলে। বিশ্বজিৎ হত্যাকান্ডের পর  থেকেই আত্মগোপনে ছিল আলাউদ্দিন।

২০১৩ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আলাউদ্দিনের অনুপস্থিতিতে তার যাবজ্জীবন সাজা হয়। মামলা চলার সময় থেকেই আলাউদ্দিন পলাতক ছিল।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে খুন হন বিশ্বজিৎ দাস। ওই হত্যাকান্ডের এক বছর পর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলার রায়ে ২১ আসামির মধ্যে আটজনের মৃত্যুদন্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজা হয়। নিহত বিশ্বজিৎ দাসের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার  ভোজেশ্বর দাসপাড়া গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ