Search
Close this search box.

প্রক্সি দিয়ে লিখিত পার,মৌখিকে এসে ধরা

প্রক্সি দিয়ে লিখিত পার,মৌখিকে এসে ধরা

স্টাফ রিপোর্টার \ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় নিজে অংশ না নিয়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে অন্য একজনকে দিয়ে পরীক্ষা দেয়ান মো. মুজিবুর রহমান।

কপাল গুনে লিখিত পরীক্ষায় পার পেয়ে গেলেও বিপত্তি ঘটেছে মৌখিক পরীক্ষায় এসে। সেখানে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। তাই এখন যেতে হচ্ছে জেল হাজতে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষার এই জালিয়াতির ঘটনা ঘটেছে চট্টগ্রামে। সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী মো. মুজিবুর রহমানকে আটক করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার কেরানিহাটের বাসিন্দা। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, গত ২২ এপ্রিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গত ১৪ জুন শুরু হয়। আজ ছিল সাতকানিয়া উপজেলার পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুজিবুর রহমান প্রক্সি পরীক্ষার দেওয়ার জন্য তাঁর মানিক নামের এক বন্ধুর সঙ্গে পাঁচ লাখ টাকায় চুক্তি করেছিলেন। মৌখিক পরীক্ষার বোর্ডে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন জানান, মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতের লেখা মিলিয়ে দেখা হচ্ছিল। কিন্তু লিখিত উত্তরপত্রের সঙ্গে মুজিবুর রহমানের হাতের লেখা মিলছিল না। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে সে লিখিত পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি স্বীকার করে। জেলা প্রশাসনে তাকে থানায় হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিস মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ