“পণ্য মজুদ রেখে বাজার অস্থিতিশীল করা হলে বাজার কমিটিকে তার দায় নিতে হবে”
স্টাফ রিপোর্টার- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেছেন, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সকলের সাথে সমন্বয় করে নিবিড়ভাবে বাজার অভিযান পরিচালনা জোরদার করা হবে। প্রতিদিন অধিদপ্তরের পক্ষ থেকে ৫০টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪ টি টিম বাজার মনিটরিং করবে। পণ্য মজুদ রেখে বাজার অস্থিতিশীল করা হলে বাজার কমিটিকে তার দায় নিতে হবে।
রবিবার সকালে কারওয়ান বাজার টিসিবি অডিটরিয়ামে রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী এবং ঢাকা সিটির অধীনস্ত সকল বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব ) এ.এইচ.এম. সফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী, এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হাফিজুর রহমান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় এবং ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক।
সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ, পন্যের মূল্য তালিকা না দেয়া, ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ না করা, বিক্রয়ের ক্যাশমেমো না দেওয়া, আমদানি সংশ্লিষ্ট কাগজপত্র না থাকা, পাইকারি মূল্য খুচরা মূল্যের সামঞ্জস্য না থাকা এবং ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পন্য ক্রয় করার বিষয়েও ব্যাবসায়ীদের সতর্ক করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল ও সরবরাহ সংকট হওয়ার ক্ষেত্রে বিদ্যমান এলসি খোলার ক্ষেত্রে সমস্যা, ডলার এর মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফার লোভে হঠাৎ মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন, ডলারের মূল্য স্থিতিশীল থাকলে আসন্ন রমজান মাসের জন্য নিত্য প্রয়োজনীয় ৬টি পণ্য (চাল, ডাল, তেল, ছোলা, চিনি, ও খেজুর) এর মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে ।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান বলেন, রমজান মাসে ভোক্তাদের সংযমী হতে হবে। তাছাড়া টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আরও গতিশীল হবে বলেও জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোঃ হাফিজুর রহমান ভোক্তাদের মিতব্যয়ী এবং ব্যবসায়ীদের কম লাভ করে যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করার অনুরোধ জানান।
আলোচনায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান বলেন, বাজারে প্রতিযোগিতা থাকলে ভোক্তা সঠিক মূল্যে ন্যায্য পণ্য পাবে।
এসময় এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ীরা হঠাৎ করে পণ্যের দাম বাড়ালে দায় সকল ব্যবসায়ী নিবে না। পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে সবদিক বিবেচনা করার বিষয়ে নজর দিতে হবে।
আলোচনায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী সরকারের বিভিন্ন দপ্তরের সাথে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনের সমন্বয় করে কাজ করার সংস্কৃতি তৈরির বিষয়ে পরামর্শ দেন।
মহাপরিচালক বলেন, রিফাইনারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ন্যায্য মূল্যে ট্রাকসেলের মাধ্যমে যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, রমজান মাসের মূল লক্ষ্য সংযম ও আল্লাহভীতি। ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা করতে হবে। ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের যে স্মার্ট বাংলাদেশ হবে, সেখানে আমাদের অর্থনীতি হবে স্মার্ট ইকোনমি, বাজার হবে সিস্টেমেটিক। স্মার্ট ইকোনমির গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়া কঠিন। আর মূল্য নির্ধারণ করে দেয়া হলে সেটা অবশ্যই মানতে হবে। স্বচ্ছতার সাথে যার যার অবস্থান থেকে নিয়ম মেনে ব্যবসা করলে এবং যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করলে সুষ্ঠু বাজার ব্যবস্থার সৃষ্টি হবে। মসলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন বৃদ্ধি না পায় সে বিষয়ে সকলে সমন্বিতভাবে কাজ করবে সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।