স্টাফ রিপোর্টার:
সৌদি আরবের মিনা ও আরাফাতের ময়দানে বাংলাদেশি হাজিদের জন্য স্থাপিত ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি মক্কায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৃহস্পতিবার বিকেলে তাঁবু পরিদর্শন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী , প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মক্কায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি হজযাত্রীদের থাকার নির্ধারিত তাঁবুর সুযোগ-সুবিধা দেখেন। সেখানে মক্কার হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সকল সুবিধা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, ইতোমধ্যে মক্কায় পৌঁছেছেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি হজযাত্রী। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ২২ হাজার হজযাত্রী পবিত্র হজে অংশগ্রহণ করছেন।