আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আগামী ৩০ অক্টোবর জনসমাবেশ করবে। মঙ্গলবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এই সিদ্ধান্ত হয়।
রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে ১৪ দল।
এসময় জোটের সমন্বয়ক বলেন, ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে। দেশি কিংবা বিদেশি শক্তির অপতৎপরতায় কিছুই হবে না। সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে।
সভায় ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। পাশাপাশি জামায়াত একদিনে সমাবেশের ঘোষণা দিয়েছে।