স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। একই দিন রাজধানীতে আলোচনা সভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে গত বুধবার সমাবেশের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় নয়াপল্টনে সমাবেশ হবে। ১ জুলাই সব মহানগরে সমাবেশ। ৩ জুলাই জেলা পর্যায়ে সমাবেশ হবে।
জানা গেছে, আজ শনিবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীরা যোগ দেবেন।
এদিকে, একই সময়ে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে শনিবার বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্য বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী। সভায় সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।