Search
Close this search box.

জামায়াতকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে শাপলা চত্বরে ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে। সমাবেশের অনুমতি চেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাছে (ডিএমপি)। তবে জামায়াতে ইসলামীকে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের অনুমতি না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অনুমতির বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘জামায়াতকে সমাবেশের কোনো অনুমতি দেওয়া হবে না। তাদের কর্মকাণ্ডের দিকে নজর রাখা হচ্ছে।’

পুলিশের এমন সিদ্ধান্তের বিষয়ে জামায়াত এক বিবৃতিতে জানায়, জামায়াতে ইসলামী সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে সহায়তা চেয়ে পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা–সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়।

এদিকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে তারা সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ