Search
Close this search box.

ইসি সচিবকে মুখপাত্র করে অফিস আদেশ জারি

নির্বাচন কমিশনের (ইসি) মুখপাত্র হিসেবে এখন থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। এজন্য এক অফিস আদেশ জারি করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি জারি করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।

তিনি নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয়/বিভাগে সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন অফিস আদেশ জারি করেছিল নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবারও একই ধরনের অফিস আদেশ জারি করা হলো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ