দেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য ও দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য অবরোধ কর্মসূচি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
কর্নেল অলি আহমদ বলেন, আমাদের আন্দোলন জনগণের মানবাধিকার, অর্থনৈতিক অধিকার, ন্যায় বিচারের অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আমরা মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিতে চেষ্টা করছি। দেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য, দেশকে প্রকৃত অর্থে স্বৈরাচারমুক্ত করার জন্য অবরোধ কর্মসূচি দিয়েছি।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে কাওরান বাজারের এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত যে সব নেতাকর্মী নিহত এবং আহত হয়েছেন এবং আন্দোলনরত যে সব গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন তাদের জন্য এই দোয়া মাহফিল আয়োজন করে এলডিপি।কর্নেল অলি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে। ন্যায় বিচার ও মানবাধিকারকে নির্বাসিত করেছে। জনগণকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করেছে। দেশের অর্থনীতিকে ভয়ংকর পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা দিয়েছে এবং প্রতিনিয়ত দিচ্ছে।
এ সময় এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি ও আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেমসহ অনেকে।