Search
Close this search box.

চলছে বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ

ভোট বর্জন ও সরকার পতনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ শুরু হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ শেষ হবে সন্ধ্যা ৬টায়।

দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।

গতকাল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কুমিল্লাসহ সারাদেশে তাদের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরেন। গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২০ জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ